
বরিশাল বিভাগের একমাত্র ‘বরিশাল হোম ইকনমিক্স কলেজ’টি শুধু দক্ষিণবঙ্গই নয় বরং সমগ্র বাংলাদেশের নারীদের উচ্চ শিক্ষা প্রসারের উদ্দেশ্যে ও তাদের আর্থ-সামাজিক ক্ষেত্রে স্বাধীনভাবে গড়ে তোলার লক্ষ্যে ২০২০ সালে বিএইচই ফাউন্ডেশনের আর্থিক অনুদানে কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটিকে ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের উপাদানকল্প কলেজ হিসাবে অনুমোদন প্রদান করেছেন। বর্তমানে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের অনুমোদিত সিলেবাস ও তাদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তাছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ অনুযায়ী কলেজটির সকল প্রশাসনিক ও একাডেমি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।
এই কলেজের তত্ত্বাবধানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, বাণিজ্য, মানবিক ও গার্হস্থ্য অর্থনীতি বিভাগ চালু রয়েছে। শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগের সাথে সংযুক্ত ‘বরিশাল শিশু বিকাশ স্কুল’ও কলেজের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। মেধাবী অসচ্ছল, মুক্তিযোদ্ধার সন্তান, নাতি-নাত্নি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং এতিম নারীদের বিনাবেতনে কিংবা অর্ধবেতনে পড়ার সুবর্ণ সুযোগ রয়েছে। এই প্রতিষ্ঠান থেকে নারীরা ৪ বছর মেয়াদি বিএসসি (অনার্স) ও এমএসসি (মাস্টার্স) সুসম্পন্ন করে সরাসরি প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট অর্জনের যোগ্যতা লাভ করবে। বিসিএস ও ব্যাংকসহ যে কোন সরকারী, আধসরকারী ও বেসরকারী সংস্থা ও হাসপাতাল, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন এনজিও যেমন ব্যাক, আশা, সাজেদা ফাউন্ডেশন ইত্যাদিতে চাকরি করার অফুরন্ত সুযোগ রয়েছে। এছাড়াও নারী উদ্যোক্তা হিসাবে স্বাধীনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার অপার সম্ভাবনা তো রয়েছেই।
Notice Board
Follow us @Facebook
Downloads
Visitor Info